গোধূলিতে অস্তমিত সূর্যের পূর্বরাগের ছায়া,
আমি জানালায় বসে হৃদয়ের কথা লিখছি,
আর দেখছি কার্নিশে ঝুলছে তোমার অন্তর্বাস।
রক্তিম আভায় শুনছি ঘরে ফেরা পাখির শব্দ,
মশার কামড় জানান দেয় আমার বাঁচার অস্তিত্ব।
অনুভব করি সুগন্ধি ধূপে ঘোরলাগা বাহারি গন্ধ,
সময়ের টিকটিকিটা জানান দেয় রাতের আগমন।
ঝিঁঝিঁর ডাকে উষ্ণতা কমে বাড়তে থাকে রাত,
বালিশ আর পা বালিশের আঘাতে ভেঙে যায় স্বপ্নটা।
নিদ্রাহীন রাত ক্রমে গভীর হয় ভোরের অপেক্ষায়,
মৃত্যু রূপী রূপকথায় ধরা দেয় তোমার স্মৃতি কথা।
শিলিং পাখায় ঘুরতে থাকে আগামী ইচ্ছে গুলো,
একটা রাতে রেখে যায় কিছু অস্থিরতার ছাপ।
অগোছালো চাদরে লেগে থাকে কিছু স্মৃতি চিহ্ন।
অতৃপ্ত মনের কাল্পনিক বাসনা গুলোই জীবন, বাকিটা মৃত।
এভাবেই মনের মৃত্যু নিয়ে প্রতিদিনের জন্যে বেঁচে থাকা।।