জীবন টা যেন চলছিল একাকী নিজের মতো করে
পৃথিবীতে ভালোবাসা বলে কিছু আছে বিশ্বাস হতো না,
শুধু লেখা পড়া, খেলাধুলা আর বন্ধুদের সঙ্গে আড্ডা,
জানা ছিল না দুটি হৃদয়ের মিলনে সৃষ্টি হয় ভালোবাসার।
তাই নিঃস্পলক চোখ দু-জোড়া মিশে ছিল এক অদৃশ্য বন্ধনে,
বুকের নদীটা ছুটে ছিল উদ্বেলিত সমুদ্র মোহনার দিকে।
কিন্তু হায়, কখন যেন হয়েছি একলা আমি ভীষণ ভাবে একা।
আমার দু-চোখ আজ তারই পথ চেয়ে হয়েছে ক্লান্ত।
একাকীত্বের প্রহর গুলো কেমন যেন নিঃসঙ্গতার গলা শুকিয়ে দেয়,
তুমি আজ পরিণত হয়েছো নিঝুম  রাতের নির্ঘুম স্বপ্নে।
প্রভাতের আলো জ্বলে রাতের যবনিকার কাতর ক্রন্দনে।
তুমি যে ছিলে আমার খেয়ালী মনে একান্ত কাছাকাছি,
যদি দেখা হয় কারো জানিও তাকে একলাই আছি ভীষণ একা আমি,
নেই কিছু চাওয়ার তবু স্মৃতি বিস্মরণের আগে যদি পেতাম দেখা তার।।