সেদিনের কথা আজও মনে পড়ে
কোন এক অজানা নেশায় ছুটে গেছি,
জানিনা কিসের টানে কিসের মায়ায়
শ্রাবণের প্রবল বরষণেও ধেয়ে এসেছি।
মনে হয়েছে কে যেন আমার পথ চেয়ে
দূরে পৃথিবীর কিনারে প্রতীক্ষমান।
কখনো ভাবিনি পিছানোর কথা
মায়া হরিণীর পিছনে ধাওয়া করে গেছি,
বুঝিনি সে ধরা দেবে কি দেবে না
তবু ছুটে গেছি অসীম শূন্যতার দিকে।
হয়তো সেই অজানা শূন্যতা থেকে
কখনও আর কেউ ফিরতে পারে না,
তবুও কোন ভয় সংকোচ না করেই
পাড়ি দিয়ে ছিলাম বিস্তীর্ণ পথে।
কেন জানিনা সেদিন মন চেয়ে ছিল
তার হাতছানি তে হারিয়ে যেতে।।