হৃদয় আমার স্বপ্নে ভরা
মনের ভিতর আশা,
অতীত স্মৃতি জাগলে মনে
হারিয়ে যায় ভাষা।


পৃথিবীর গোলার্ধ জুড়ে শুধু অশরীরী স্তব্ধতা,
আদি অন্ধকারে মিশেছে জীবনের শূন্যতা।


জমায়েত মিথ্যা প্রেমের জঞ্জালে
খুঁজি বিশ্বাসের সত্যতা,
চোখে বয়ে যায় কষ্টের নদী
মুখে বিষন্ন নীরবতা।


জাগে অসহিষ্ণু জ্বালা বিক্ষুব্ধ প্রহরে
ধূমাঙ্কিত চিত্রের তপ্ত রোদেলা দুপুরে।


স্মৃতির মঞ্জুরি গুলো হৃদয়ের
চিত্তহীন অস্থির ব্যথা,
ভালোবাসা নামাঙ্কিত বৈরী বৃষ্টিতে
ভিজেছে চোখের পাতা।


জীবন আজ তিক্ত ঘৃণ্য অপবাদের জ্বরে,
নিস্তব্ধ রাতে বিবেকহীন তারকারা ঝরে পড়ে।


ভগ্নাংশ জীবনে অসহ্য সংঘাতে
দহন হচ্ছে হৃদয়,
মেঘ ভাঙা ভোরের আলোয়
মুছবে কি পুরোন পরিচয়?


জীবনের রক্ত প্রহর গুলো কাটছে নিরুপায়,
মুঠোবন্দি জোনাক পোকার মতোই প্রেম যে অসহায়।।