পুড়িয়ে দেওয়া স্মৃতির চিতায়
অপেক্ষায় প্রেয়সী সেই শ্রী,
একাগ্র চিত্তে গেঁথে চলেছে
রুদ্রাক্ষের মালা দিবা নিশী।
বিশ্বাস, আজন্ম খড়া মরুভূমে
গোপনে আসবে সবুজ পত্র,
হয়তোবা শঙ্খচিলের বেশে ফিরবে
মেঘহীন নীল খামের পত্র।
অবশেষে হয়তো আসবে ফিরে
নতুন রূপে কবিতার খাতায়,
নয়তোবা হাজার ব্যস্ততার ভীরে
থাকবে পুরনো ডায়েরির পাতায়।
হয়তোবা হয়তোবা আসবে ফিরে
বিষন্নতায় ভরা বৃদ্ধ ঘুমে,
নয়তোবা মিশে যাবে নিউরোনে
একঘেয়েমি এই জীবন সংগ্রামে।