আজ এই মুঠোফোনের দুনিয়ায় শুধু খালি স্ট্যাটাস চালাচালি,
ভবিষ্যৎ প্রজন্মদের নেই পরস্পরের স্পর্শ নেবার দরকার।
শুধু চলছে ভার্চুয়াল সংক্ষিপ্ত নানান শব্দের ছোটাছুটি এদিক ওদিক।
জীবন্ত অনুভূতি গুলো তৃপ্তি খুঁজে নেয় কৃত্রিম ছবির প্রেক্ষাপটে।
আজ মনেহয় প্রেম টা শুধুই যান্ত্রিক, হয়তো শুধুই টাইম পাস,
একটু মনোরঞ্জন আর ভালো করে বাঁচার জন্য খুঁজে চলে সম্পর্ক।
নিরস অভিব্যক্তিতে প্রয়োজন নেই প্রকৃত ভালোবাসার ঠিকানার,
কাঁচা সোনালী রোদ মাখা সকাল গুলো মুঠোফোনেই থাকে বন্দি।
প্রভাতী শুভেচ্ছার আস্বাদন নিয়ে বিছানায় উঠে বসার নতুন অভ্যাস,
আর রাতে মধুর স্বপ্নের অভিলাষায় চলে ঘুম না আসার আর্তি।
মন জুড়ে থেকে যায় বোঝাতে না পারার ভুল বাক্যের যন্ত্রণা,
এটাই এখন নব্য যুগে সভ্য প্রজন্মের বিচিত্র প্রেমের প্রণালী।।