নির্জনতার বুক চিরে কাক ডাকা ভোরে
আমার একান্ত একটা একলা সকাল,
ধোঁয়া ওঠা চায়ের কাপে বিগত রাতে তোমাতে
মগ্ন হওয়া কোনো স্বপ্নের প্রতিচ্ছবি ভেসে ওঠে।
চাওয়া পাওয়ার দুঃখ কষ্ট গুলো প্রভাতী কিরণে
চলমান সময়ের সাথে ক্রমশ বিলীন হয়ে যায়।
নিস্তবদ্ধ শহরের পাতায় পাতায় ভরে ওঠে কবিতার পাগলামি,
চার দেওয়ালে বন্দি মনটা আকাশ হতে চায়।
চৌরাস্তার মোড়ে গির্জার ঘড়ির পেণ্ডুলামে একই রকম অস্থিরতা
বোবা পৃথিবী এঁকে দেয় হৃদয়ে কোন এক বিরহী গোপন শোক।
সম্পর্কের সরলরেখা ধরে তির্যক ভাবে নিত্য হেঁটে চলে-
নীল লাল স্বপ্নগুলো হলুদ ক্যানভাসে আঁকিবুকি খেলে।
অট্টালিকায় বন্দি জীবনটা বৃত্তের বাইরে নিশ্বাস খুঁজতে থাকে
এক পশলা বৃষ্টির খোঁজে হাঁপানো জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা।
ভাবতে থাকি হঠাৎ কখন ওলোট পালোট করা এক দঙ্গল মেঘ এসে
নিস্তবদ্ধ শহরটাকে ঘুমের ঘোরে ভাসিয়ে নিয়ে যাবে লবন হ্রদে।
আমার এই একলা সকাল তবুও কেমন যেন আকাঙ্ক্ষায় বাঁচে,
হয়তো মরতে না পেরে বেঁচে থাকার জন্যেই বেঁচে থাকে নীলচে মনে।।