আমি তো এক ছোট্ট নদী-
শুধু স্বপ্ন দেখি তোমায় নিয়ে সমুদ্রে মিশে যাবার।
হঠাৎ কোনো প্লাবনে দুকূল ভেসে যায়,
ভেঙে যায় বাঁধ মোহনায় মেশার আগেই।
উদ্দেশ্যহীন উপলব্ধি তে তখন অজানা অনুভূতি।
বুকের ভেতর বিশ্বাস অবিশ্বাসের ওঠবোস।
প্রতিবিম্বের ছায়াটা সান্নিধ্যে স্পষ্ট হতে থাকে।
নদীর তলানিতে জুড়তে থাকে কিছু স্বপ্ন,
সারাদিন কাউকে ছুঁয়ে ভেসে থাকার স্বপ্ন।
আমি স্বাধীন চেতা নদী-
আমার ভেতরে বিবেক আমার মতো করে বাঁচে।
আমি সকল কে ছুঁয়ে নিয়ে ভাসতে থাকি,
তবুও তারা আমার কেউ নয়,
আসলে উপলব্ধি তে যে শুধু তুমি ময়।
আমি যে প্রতিদিন একান্ত তোমার সঙ্গ চাই,
আরও কাছে চাই মিশে যাওয়ার আশায়।
আমি বহমান এক নদী-
সারাদিন শুধু তোমায় নিয়ে ভেসে থাকতে চাই,
তুমি যে এক অনন্য আমার ভিতরে বাঁচো।
তুমি জরা তুমি ব্যাধি হীন অধিকল্পের অন্তর আত্মা।।