আমি তোমার স্মৃতি হয়ে 
কখনও আর আসব না, 
তোমার সাথে হৃদয়ভরে 
কখনও আর হাসবো না। 
তোমার চলার পথটি ধরে 
কখনও আর হাঁটবো না, 
তোমার বাড়ির ঝিলের পাড়ে 
চোখ জুড়াতে আসব না। 
ক্লান্ত তোমার দুপুর বেলায় 
ক্লান্তি দিতে আসব না, 
আমি তোমার হৃদয় বীণে
কখনও সুর তুলবো না। 
তোমার পথের কাঁটা হয়ে 
কখনও বাধ সাধবো না, 
আমার এত জ্বালার ভয়ে  
থাকতে তোমায় আর হবে না। 
তোমার দামী সময়টাকে 
অবহেলা আর করবো না, 
তোমার সহযাত্রী হয়ে 
তোমার নায়ে উঠবো না। 
ছিন্ন মনে ভিন্ন পথে হারিয়ে 
যাবো কালের স্রোতে, 
কিছুটা ক্ষন যাওনা সয়ে 
যাচ্ছে জীবন ক্রমক্ষয়ে।।