প্রখর রোদে যদি আমার দেহটা পোড়ে তো পুড়ুক
চাই না তোমার ছায়া,
তোমার মতই পাষাণ হব মনে রাখব না
কোনও দয়া মায়া।
নিস্তব্ধ রাতের প্রহর গুলো ফুরিয়ে গেলে
স্বপ্ন যাবে মুছে,
একাকী তোমায় ছেড়ে পথ চলব আমি
এবার বুঝে সুজে।
তোমার সনে সহজ অবুঝ ইচ্ছে গুলো
হারিয়েছি আমি আমার,
তোমার ঠিকানা থেকে গেছি দূরে সরে
চাই না জড়াতে আর।
শ্রাবণ আমার দু-চোখে যতই ঝরে ঝরুক
বুঝি মিথ্যের ছলনা,
মোর শূন্য হৃদয়টা পুড়ে অবশেষে পেয়েছে
দুঃখের নতুন ঠিকানা।।