এক একটা বছর এক একটা দিন আসে চলে যায়,
প্রতিটি নির্ঘুম রাত আমাকে যন্ত্রণায় বিদ্ধ করে,
প্রতিটি সোনালী ভোর আমাকে নতুন স্বপ্নে সৃষ্টি করে।
ধ্রুপদী চুম্বনের স্মৃতি গুলো শুধু ভাঙা গড়া খেলে,
ধ্বংসের প্রান্ত থেকে জেগে উঠি শামুকের খোলে।
অন্ধকার পৃথিবীর বুকে রোদেলা বালুর চড় দেখা যায়।।


বিষন্নতার মৃত সমুদ্রে শুরু হয় অস্তিত্বের সাঁতার,
হৃদয়ের ঝাউবনে দোলা দেয় কালবৈশাখীর বাতাস,
চোখের কোনে ঝরে যাওয়া রিমঝিম বৃষ্টি খোঁজে নতুন আশ্বাস।
প্রত্নতত্ত্বের পাতায় খুঁজে পাওয়া যায় অকিঞ্চন প্রেম কাহিনী,
চোখ বুজে কর্ণ কুহোরে শোনা যায় সেই হাসি ভুবন মোহিনী।
নৈশব্দের আঙিনায় তোমার মতোই তুমি কে খুঁজে চলেছি আবার।।


আমার হৃদয়ে ভালোবাসার সাম্রাজ্যে শুরু হয় নতুন গল্প,
মনের ভিতরে আঁকা সেই তোমাকে চাই ধ্বংস করতে,
কবিতার এক একটা অক্ষর চায় কিছু গোপন কথা বলতে।
স্বপ্নের ফসিল খুঁড়ে খুঁজে পাই শুধু অতীতের পিপাসা,
সোনালী প্রত্যুষে শুরু হয় ফ্রেম বন্দি জীবনের নব আশা।
খোলস ভেঙে পুনরায় অজানা প্রেম জেগে ওঠে অল্প অল্প।।


মেঘহীন আকাশে তপ্ত দুপুরে খুঁজি চাতকের তৃষ্ণায়,
খুঁজি সেই স্পর্শ, খুঁজি সেই বৃষ্টি স্নাত মেয়েলী গন্ধ,
কোমল অক্ষরের শব্দ মালায় যে হৃদয় হয়েছিল ঋদ্ধ।
হয়তো খুঁজে পাব আমার আমি কে নিবিড় কল্পনায়,
একাকীত্বের বালুচরে কষ্টের নীল ঢেউ গুলো আছড়ায়।
জীবনে সুখের রংধনুটাই চাপা পড়ে থাকে বোবা কান্নায়।।।