কপালের বলিরেখা গুলো আজ স্পষ্ট হয়েছে
তাই আজ আর অবাক হইনা কোন কিছু তেই,
হঠাৎ এক ঝলকে দেখা সেই মুগ্ধতার দিন গুলো
আজ শুধু হাতের রেখায় স্মৃতির সাক্ষী হয়ে আছে।
হ্যাঁ, হয়তো দেখতে পাবে আমার কবিতায় অসম্পূর্ণতার ছাপ,
তবুও ভালোলাগে হাজার মানুষের ভিড়ে অসম্পূর্ণতার গল্প শোনাতে।
আমার ভেঙে যাওয়া স্বপ্নের ভেতর হেঁটে চলার গল্প,
হঠাৎ বৃষ্টি আর ভীষণ চঞ্চলতার মাঝে তোমায় অনুভবের গল্প।
বিষাদ রঙে ভেজা ছেঁড়া ছেঁড়া ইচ্ছে আর অনুভূতির গল্প।
পরজন্মে আবার তোমায় খুঁজে পাওয়ার গল্প।
বদলানো ঋতুতে ঝরে পড়া শুকনো পাতার গল্প।
আমি শুধুই শোনাবো গল্প কিন্তু অবাক হবনা কিছুতেই,
তোমরা হয়তো বলবে পাগল! এটা নির্ঘাত একটা পাগল,
আমি শুনবো তোমাদের কথা কিন্তু অবাক হবনা তবুও।
সময়ের সংস্কারে উঠে আসা অসমাপ্ত মন খারাপের গল্পের গন্ধ
লুকানো বুকের ভাঁজে খুঁজে বেড়াই সামান্য শান্তির আর্দ্রতা।।