আজ সকালে মনের ভিতরে জমে থাকা মেঘটাকে একটু সরিয়ে
উঁকি মেরে দেখি সেদিনের নীল আকাশটা আজও ঝলমল করছে।
পাওয়া না পাওয়ার অভিধানে হয়তো সাময়িক মেঘ জমেছিল
তাইতো দৃষ্টির আড়ালে নয়নের জলছাপে আজ মেনে নেওয়ার ছবি।
হাজারো প্রশ্নোত্তরের তালিকায় দূরে রাখা পছন্দের কিছুটা সময়
কোনদিন কি আবার মৌসুমী বায়ুতে স্বাভাবিক হয়ে উঠবে? কি জানি!
এক পাশে এখনও রয়েছে জীবনের উত্তাপ, অন্য পাশে থেমে আছে ঘড়ি,
জানিনা কিভাবে অনুভূতির অনুবাদ করা যায় হৃদয় দিয়ে।
আমি শুধু জানি, বুঝেছি নির্জন অজানা অসহনীয় ব্যাথার কথা
আর তাই তো প্রতিদিন এইটুকু অভ্যাস আমায় কুরে কুরে খায়।
আমি সজীব স্মৃতির উপর ভর করে ক্রমশ এগিয়ে চলি গন্তব্যে,
আমি মৃত্যুর ঠিকানাই বহুবার মরে আবার বেঁচে উঠি কালের স্রোতে।