একদিন বলেছিলাম...
জীবন ভর তোমার সাথেই থাকব
যাবনা তোমায় ছেড়ে কোথাও,
তোমায় ছুঁয়ে দেখবো কতটা তুমি
আমায় ভালোবাস, অনুভব করো।


একদিন বলেছিলাম...
রাত ভোর আমি যে তোমার
স্বপ্নে বিভোর হয়ে থাকি,
আমার জীবনের যা কিছু সঞ্চয়
নিবিড় নিভৃতে সবই যে তোমার জন্যে।


একদিন বলেছিলাম...
প্রতিদিন তোমার কথায় চিন্তা করি
ভালোবাসা সকলের অলক্ষ্যে দ্রুত আসে
আর নিমেষেই তা অদৃশ্য হয়ে যায়,
কিন্তু আমার ভালোবাসা তেমন নয়।


একদিন বলেছিলাম...
আমি কষ্ট পুষে খুব যত্নে বড় করি
কিন্তু আমার দুঃখের অংশীদার কাউকে করিনা।
তোমার বেদনার বোঝা আমি বইতে পারি
ব্যথায় আমি বিচলিত হইনা।


একদিন বলেছিলাম...
এমনই অনেক স্বপ্নের কথা
উত্তরে তুমিও বলেছিলে অনেক কথা,
হ্যাঁ তুমিও বলেছিলে নানান কথা,  ভুলিনি কিছুই
ভুলতে দেয়নি আমার অস্থির মনের স্মৃতি।


বলেছিলে তুমিও যাবেনা আমায় ছেড়ে,
বলেছিলে যাবেই বা কোথায় এমন ভালোবাসা ফেলে।
বলেছিলে সারাটা জীবন আমার হয়েই থাকবে কাছে কাছে,
বলেছিলে একসঙ্গে অনেক টা পথ দুজনে হাঁটবো।
বলেছিলে আঁধারের বুকে আমি ছিলাম তোমার আলোর দিশা,
বলেছিলে পূর্ণিমার জোছনায় রঙিন হবে আমার ছোঁয়ায়।
বলেছিলে আমার ভালোবাসায় কোন খাদ তুমি দেখোনা,
বলেছিলে, হ্যাঁ তুমিই বলেছিলে এমন অনেক কথা
আজ এসব হয়তো তোমার কাছে গল্প কথা।
আমার কবিতার খাতায় হাজার হাজার কবিতার ভিড়ে বন্দি।
আজও আগের মতো সূর্য চাঁদ ওঠে কিন্তু নেই তুমি
আজ আমি শুধু রয়ে গেছি সমাজের আবর্জনা হয়ে।
আজও তোমায় ভালোবাসি হৃদয় মোহনায় কোনদিনও
মুছবেনা তোমার নাম, ভালোবাসা যে অমর।


হ্যাঁ একদিন বলেছিলাম...
ভালোবাসা স্মৃতি হওয়ার আগে একবার ভেবে নিও
সব কথা কবিতা হওয়ার আগে বুঝে নিও।
সব আলো ফুরিয়ে যাওয়ার আগে চলে যেও,
অজানা কষ্ট দেওয়ার আগে অন্তত একবার, হ্যাঁ একবার
নিজের মনকে প্রশ্ন করো, তুমি কি ঠিক করছো?