কষ্টের স্মৃতিগুলো বুকের ভেতর
পেতেছে বেদনার সংসার,
হৃদয়ের কপাট গুলো দীর্ঘশ্বাসে
করে নিদারুণ হাহাকার।
তিলে তিলে বোনা খুব যতনে
ভালোবাসার নক্সিকাঁথা,
তুমি নিষ্ঠুর ছলনায় ছিঁড়ে
দিয়েছ অন্তরে ব্যথা।
তোমার আদরে সব জ্বলে
পুড়ে হয়েছি ছাই,
তবু তুমি কথা রাখনি
আর তো কিছু দেবার নাই।
হয়তো রঙিন স্বপ্নটা তুমি বুনবে
আবার অন্য কারো সাথে।
চোখের জলে জেগে থাকি
গোপনে নিদ্রাহীন রাতে।
জীবনের জুয়া খেলায় হয়তো
আমিই নিঃশ্ব হয়েছি,
রিক্ত শূন্য হৃদয়টা নিয়ে
শুধু তোমাই ভালোবেসেছি।
মূল্য স্বরূপ দিয়েছ কিছু
স্বপ্ন ভাঙা স্মৃতি,
উজার করে নিয়েছ সবি
বোঝনি আমার প্রীতি।।