ধূসর মেঘের খামটি খুলে
বৃষ্টি তুমি দেখো,
আমার চোখে তুমি কেন
জলের নক্সা আঁক?
আকাশ পানে উদাস মনে
চাতক পাখি চায়,
ভেজা মনে বাদল হাওয়ায়
দুঃখ ভেসে যায়।
ঝুম বৃষ্টিতে ভিজলে মন
দুঃখ যাবে ধুয়ে,
বজ্র নাদের শব্দ শুনে
অঙ্গ যায় ছুঁয়ে।
সিক্ত দেহের আঁকে বাঁকে
বৃষ্টি আঁকে জলছবি,
ঠোঁট যুগলে কাঁপন তুলে
কেন আসো না চুপিচুপি?
বৃষ্টি ভেজা চোখের জল
দেখবে না তো কেউ,
কষ্ট গুলো জীবন তটে
তুলছে এখন ঢেউ।
গোপন ব্যথা বুকের ভেতর
মেঘ তবু উদাসীন,
আনমনা মন বৃষ্টির দিন
তুমি বিনা অর্থহীন।।