আজকে এলো আবার রথ
আষাঢ় মাসের শেষে,
আকাশ জুড়ে মেঘ করেছে
আমার বঙ্গ দেশে।


পাড়ার মাঠে ভাঙা রথটা
সেজেছে রঙিন সাজে,
পুরোহিত সব করছে পুজো
কাঁসর ঘন্টা বাজে।


নন্দীঘোষ তালধ্বজ
দর্পদলন রথ সবে,
বলদেব, জগন্নাথ সুভদ্রা
মাসির বাড়ি যাবে।


আজ লোকের ভিড়ে সংস্কারে
ভক্তরা লুটায় পথে,
রথের দড়ি হাতে নিয়ে
টানব সবার সাথে।


মুঠো ফোনে উঠবে ছবি
ভিন্ন মুডে ঝাঁকেঝাঁকে,
আদি জগন্নাথ রথের সাথে
স্ট্যাটাস দেব ফেসবুকেতে।


ঝুমঝুমি, তাল পাতার বাঁশি
আর তো দেখা যায় না,
ই-খেলনায় সাজানো দোকান
ছোট্টরা করে বায়না।


সন্ধ্যা বেলা মেলার ভিড়ে
বন্ধু জনের হাতটি ধরে,
পাপড় ভাজার স্বাদটি নিয়ে
হারিয়ে যাবো মনের ঘরে।।