আজ আকাশ টা আবার মেঘলা
মনে পড়ে সেই বৃষ্টির দিনের স্মৃতি,
ঝুম বৃষ্টিতে এক ছাতার তলে
পা ভেজা সেই স্বপ্নীল দিন।
অতি সন্তর্পণে জল কাদা এড়িয়ে
হাতে হাত রেখে এগিয়ে চলা,
জনমানব শূন্য পথের আঁকেবাঁকে
শুধু বৃষ্টি বাতাসের শোঁ শোঁ শব্দ।
কখনো কখনো গাড়ির ছিটান জলে
আপাদমস্তক ভিজিয়ে দিয়ে গেছে,
কখনো নিজেদের রক্ষায় পথের ধারে
জংলা গাছের উপর ঢলে পড়েছি।
মনেপড়ে এমনি নানান রঙিন স্মৃতি
গোপনে লুকিয়ে রাখা কিছু কষ্ট,
হয়তো বা তোর হাতের টানে
কখনো কখনো বেসামাল হয়েছি।
সীমাহীন ভালোবাসার জোরে
মিশে গেছি তোর বুকের খাঁজে,
অভিলাষী তোর চোখের দিকে তাকিয়ে
জলের বাঁকা স্রোত নামতে দেখেছি।
তোর চপলতায় পিপাসা মিটিয়েছি
নরম ওষ্ঠ যুগলের ভাঁজে,
মনে পড়ে বৃষ্টিস্নাত পুরনো স্মৃতির কথা
সময়ের ব্যবধানে আজ জীর্ণ শীর্ণ।
সে সময় তো আর ফিরে আসে না
দেখতে চাই সাক্ষী সাথী তোমায়,
আমার এই উদ্বেগ কেন ফিরে এলো
বাস্তবতায় মুছে দিয়ে ছিলাম যে স্মৃতির ঠেক।
হয়তো আমার জন্যে তুমি বিধাতার সৃষ্টি
হয়তো তুমি ঐ মেঘ থেকে ঝরে পড়া স্বপ্ন বৃষ্টি,
তাই নীল আকাশে কালো মেঘ দেখলে
আর কষ্ট হয় না তুমি যে আছ মিশে তাতে।
মনেপড়ে এখনো পুরনো সেই দিন
শুধু চেষ্টা করেছি বলতে কিছু কথা,
কতবার ভেবেছি এবার বলব
দৃঢ় কন্ঠে চিৎকার করে জানাবো।
বৃষ্টিতে ভিজে যাক আমার যন্ত্রনা সব
আমি আর ভালোবাসি না তোমায়,
আমি আর চাই না কোনো স্বপ্ন
এই হৃদয়ে শূন্যতায় থেকে যাক।
মেঘলা আকাশের দিকে তাকিয়ে
কেন মনে পড়ে সেই সব বিবর্ণ স্মৃতি?