হৃদয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে
চলেছি পথে একা,
একান্ত একাকী নির্জন পথ
হাঁটতে হবে একা।
পথের সমান্তরাল দুই কিনারা
মেশেনা কভু দিগন্তে,
যেতেযেতে লেখা হয় ইতিহাস
ডাইরির পাতায় অজান্তে।
এই পথে জমে আছে
কত স্মরণীয় স্মৃতি,
জ্যোৎস্নার আলোতে স্নিগ্ধ বাতাসে
হয়না ভালোবাসার ইতি।
যানবাহনের বিষাক্ত ধোঁয়ার গন্ধে
যন্ত্রণায় দাঁড়িয়ে থাকে,
আঁকেবাঁকে ঘটা দুর্ঘটনার স্বাক্ষী
চিহ্ন এঁকে বুকে।
উন্মাদের মতো উলঙ্গ আকাশ
ভিজিয়ে দিয়ে যায়,
তবু আকাশ কুসুম স্বপ্ন নিয়ে
পথ যে হেঁটে যাই।
হয়তো ভালোবাসা খোদাই রবে
ঐ রাজ পথের কিনারে।
মোর ফুলেল শবদেহ যাবে
এই পথেই চিরতরে।
যদি তুমি বারেক ফিরে আস
দেখতে আমায় পথে,
ছিলাম আমি তোমার অপেক্ষায়
স্বপ্ন ছুঁয়ে দিতে।।