আজ নিদ্রা হীন সকালের চোখ জোড়া
কেমন যেন মন খারাপের গল্প মাখা।
ঝুল বারান্দার মানিপ্ল্যান্ট টা অজান্তেই একটা অবলম্বন কে
আঁকড়ে ধরে সাবলম্বন হতে চেয়েছিল,
চেষ্টা করেছিল তাকে জড়িয়ে ধরে
মনের ইচ্ছা গুলো আঁকড়ে বেঁচে থাকতে।
ছোট ছোট গল্প, ছোট ছোট স্বপ্ন নিয়ে
নিরুপায় হয়ে নিজস্ব বৃত্তের মধ্যে
একটু শান্তির নিশ্বাস ফেলতে।
প্রখর রোদে ক্লান্তির চোখে দুহাত বাড়িয়ে
ভীষণ একটা মায়াময় আকুলতা ঘিরে রেখেছিল তাকে।
সব কিছু শর্ত হীন দ্বিধা হীন ত্যাগের মধ্যেও
কেমন যেন একটা উৎকণ্ঠা গ্রাস করে রেখেছিল প্রতিক্ষণ,
যেন বাহারি পাতায় পাতায় লেখা শুধু অনিশ্চয়তার বাণী।
জানিনা আগামী কাল হয়তো দুর্যোগ এসে হারাবে সব,
আমার না বলা কথা স্মৃতি হবে অচিরেই একদিন,
আর দূর থেকে সেদিন আমি মন খারাপের শব্দ শোনাবো হাওয়াকে।
সেই অগোছালো ছন্দ বিহীন শব্দ দিয়ে লেখা হবে কবিতা,
হ্যাঁ, শত শত কবিতা, শিশির ভেজা ঘুম ভাঙা গাছের উপকথা।।