তোমায় খুঁজি চৈত্রের রোদে
তপ্ত মেঠো পথে,
তোমায় খুঁজি জোয়ার ভাটায়
সমুদ্রের ঢেউয়ের সাথে।
তোমায় খুঁজি ভোরের আলোয়
স্নিগ্ধ নির্মল সমীরণে,
তোমায় খুঁজি ঝরনা ধারায়
শুভ্র জলকনার আবরণে।
তোমায় খুঁজি নীল আকাশে
অসীম শূন্যতার মাঝে,
তোমায় খুঁজি মনের ভিতর
স্বপ্ন স্মৃতির রাজ্যে।
তোমায় খুঁজি ভোরের শিশিরে
সবুজ ঘাসের আগায়,
তোমায় খুঁজি ফুলের বাগে
অলিদের আনাগোনায়।
তোমায় খুঁজি বৃষ্টির ফোঁটায়
রিমঝিম ছন্দ তালে,
তোমায় খুঁজি অশ্রু ভেজা
চোখের প্রতি পলে।
তোমায় খুঁজি ঘুমের ঘোরে
নিকষ কালো রাতে,
তোমায় খুঁজি শব্দের ভিড়ে
শত সহস্র কাব্যগীতে।
তোমায় খুঁজি বরফ শীতল
কুয়াশা ঘেরা ভোরে,
তোমায় খুঁজি জন স্রোতে
পৃথিবীর বুক চিরে।।