শরীর থেকে লাল রক্ত ঝড়িয়ে
মেঠো পথের ধুলো উড়িয়ে
খুঁজে বেড়াই কবিতা,
কালো আকাশের বুক চিরে
নীহারিকা নাবিয়ে আনতে চেয়েছি
এই সুন্দর পৃথিবীতে।
কলমের কালিতে তোমাতেই নিমজ্জিত
বোকা অস্তিত্বের চিলেকোঠায়
খুঁজি জীবনের মানে।
জটিল মোহর জালে ব্যথিত
তুমি অন্ধকারেই থেকো
দয়া করে কবিতা হতে চেওনা।