অপরাহ্নে খোলা মাঠে আমার ছায়ায়
তুমি বিহীন শূন্যতায় বিষন্নতার মৃৎশিল্প,
বিবর্ণ আবৃত কাটা বিচুলির ফাঁকে
ভেসে ওঠে অতীত স্মৃতির গল্প।
শূন্যতার রৌদ্রে পুড়ে প্রহর শেষে
শোনা যায় বিরহ পাখির গান,
নিভৃতে জ্বলে ওঠা তুষের আগুনে
পুড়ে যায় অচেনা মৌন অভিমান।
হয়তো অপেক্ষার শিশির বিন্দুতে
ঘুরে যাবে জীবনের জ্যামিতিক চিত্র,
সাঁজে জোনাক জ্বলা দুঃখের কাহিনী
আমার রূপকথার গল্প হবে সর্বত্র।