চুপিচুপি বৃষ্টি স্নাত দ্বিধা হীন দুরন্ত কৈশোরকে
আবার অনুভব করি,
বজ্রের ধ্বনিতে মিশে যাওয়া চিলেকোঠায়
মুগ্ধতার রেশা রেশি।
বাঁধন ছেঁড়া দুঃসাহসী অনুভবের শ্বেত কণিকায়
বিন্দু বিন্দু তৃপ্তি,
সোঁদা গন্ধের উন্মাদনায় বিরল প্রাকৃতিক দৃশ্যে
মন হয় চঞ্চল।
প্রতিটি বৃষ্টির ফোঁটায় তৃষ্ণার্ত কারনিসের ধারে
তোমার অস্তিত্ব কে খুঁজি,
এলোমেলো চুলের গোছে উদ্দাম বর্ষনের
রঙিন হোলি খেলি।
মুগ্ধতার বিকেলটা রেখে যায় ঝাপসা আর্শিতে
কয়েকটা অস্ফুট উচ্চারণ,
বিদায়ী ক্ষণে উজ্জ্বল বিজলীর রেখায় চমকিত
এক পরিপূর্ণতার শ্বাস।।