আমি যে তোর জন্যে হয়েছি আজ কবি
আমার জীর্ণ পাঁজরের পরতে পরতে
লেখা আছে শুধু তোরই নাম,- চোখেরবালি।
আমি তো জানি না কি করে লিখতে হয়?
তবুও আমি চেষ্টা করি মনের রঙ তুলি দিয়ে
তোকে সপ্ত রঙে রাঙিয়ে কিছু লিখতে।
চলতে চলতে কখন যে তোর সাথে দেখা হল
কখন যে কথা বলতে বলতে প্রেম হল
মনের কোনে কখন যে তুই এলি; মনে পড়ে না।
কালের অমোঘে তুই যে রক্তে মিশে গেলি,
হৃদয়ের প্রতিটা স্পন্দনে শুনতে পাই তোর ডাক।
দিবা নিশির একটি মুহূর্ত এমন নেই
যেখানে তোর ভাবনা আমার হৃদয়ে নেই।
তোর স্মৃতিতে ভরে গেছে আমার কবিতার খাতা,
হয়তো সেগুলো তে নিপুণতার অভাব
কিন্ত লিখেছি হৃদয়ের ভালোবাসা দিয়ে প্রতিটি চরণ।
তোর সঙ্গে কাটানো অতীত দিন গুলো ছিল ঝলমলে,
একটা দোষ হয়তো আমার ছিল; তোকে সহজে বিশ্বাস করেছি।
তোর কাজের মূল্যায়ন আমি কোন দিন করিনি তাই তো ঠকেছি,
সামর্থ্যের মধ্যে দেখা স্বপ্ন চেষ্টা করলে বাস্তবায়ন সম্ভব
তাই আমি চেষ্টা করেছি, পরিবর্তে পেয়েছি শুধু অবহেলা।
তবুও খুঁজি তোকে বিষন্ন রাতের কালো আকাশে
আজ তুইহীন আমি আছি স্মৃতিময় জীবনের সাথে।।