এখন দেখি লুকানো রোদটা
আসে আমার জানলায়,
ইচ্ছে ভারি হয় যে আমার
রাখি তারে আনলায়।
ছোট্ট ঘরের চার দেওয়ালে
হয় যে দম বন্ধ,
শহর এখন প্রাণ শূন্য
হৃদয় হয়েছে স্তব্ধ।
প্রিয় জনের বিয়োগ দেখে
বন্ধ চোখের পাতা,
মরণ ব্যাধি ভাইরাস থেকে
কে যে হবে ত্রাতা?
বৃষ্টি স্নাত বিষাদ রাতে
স্মৃতির ব্যথা যাপন,
দীন দরিদ্র পথ শিশুর
নেইযে মরার কারণ।
জোনাক জ্বলা শ্মশান ঘাটে
পুড়ছে কত শব,
ভুক্ত কুকুর শুঁকছে ধুলো
তুলছে শুধুই রব।
শনশন শন বইছে বাতাস
অবাক লাগে ভূবনটা,
স্বপ্ন ঘরেই আগলে রাখি
এক পলকের জীবনটা।।