আলো আঁধারী খেলা নিয়ে
চলতে থাকে জীবন,
যাওয়া আসা স্রোতে ভাসা
আসবে নিশ্চিত মরণ।
একটু দেখা একটু পাওয়া
আশ মেটেনা তাতে,
সময় ঘড়ির সূক্ষ্ম টানে
সবই হবে ছাড়তে।
হয়তো অবেলায় নয়তো বেলায়
থমকে যাবে শব্দ,
উজান স্রোতে হারিয়ে যাবে
পদ্য লেখার ছন্দ।
মনের কোনে দুঃখ ব্যথায়
কাঁদতে হবে খুব,
প্রিয়জনের বিয়োগ দেখে
দেবো সাগরে ডুব।
থাকবে পড়ে মিছে আশা
স্বপ্ন সাধনার চড়,
কথার স্মৃতি পড়বে মনে
শূন্য দালান ঘর।
জানালা ছুঁয়ে গরাদ ধরে
দেখব মুক্ত আকাশ,
জীবন হয়তো এমনি করেই
কেটে যাবে বারোমাস।।