জীবনের জটিল জট জঞ্জাল গুলো
নিকোটিনের ধোঁয়ায় একে একে খুলতে থাকে,
অপ্রাপ্তবয়সে অকস্মাৎ অসংযমী অপরিণত চুম্বনে
শরীরে মুহূর্তে স্ফুলিঙ্গের শিহরণ জেগে ওঠে।
নৈসর্গিক নিঃসঙ্গতা নিরীহ নগ্নতার স্মৃতিগুলো কে
মনের ভিতর আজীবন কুড়ে কুড়ে খায়,
আকাশের আঙ্গিনায় আমার আস্তানার উপর
একখণ্ড জলহীন ধূসর মেঘ ঘুরে বেড়ায়।
সহজ সরল সময়ের স্বাধীনতায় হৃদয়ে
বহুবার জেগে ওঠে লজ্জাহীন সম্ভোগ,
কোলাহলহীন কালরাত্রির কোলে কতবার আমি
মিলিত হয়েছি আবরণহীন আত্ম মৈথুন এ।
হিম হেমন্তের হৃদয় হারানো স্পর্শ
এ যেন সৃষ্টিরই লজ্জাহীন গোপন দাবী,
তৃষ্ণার্ত তমসায় ততোটা তৃষ্ণা জুড়ানো
হয়তো ভালোবাসার গভীরতারই বহিঃপ্রকাশ।।