স্যানিটাইজার এর ধোঁয়ায় ঢেকে গেছে
জীবাণুর গন্ধ,
নিরুপায়, রুদ্ধ ঘরে বসে
হচ্ছে দম বন্ধ।
অনেক দিনের একটাই অভিলাষা
দেখবো নীল আকাশ টা,
ভয়ার্ত মানুষের আর্তচিংকারের মাঝে
যদি বাঁচে জীবনটা!
আজ পরাজিত সৈনিকের মতো
নিজের কাছে বন্দি,
মুক্তির স্বাদ নিতে মৃত্যুপুরিতে করেছি
ভাইরাসের সাথে সন্ধি।
স্বপ্নের ঘোর কাটতেই ফ্যাকাসে হয়েছে
জীবনের চেতনা,
স্বাধীনতার পরেও এ কেমন শত্রুতা?
এ কেমন প্রেরণা?
দুই চোখ আজ শুধু অনাবিল
নোনা অশ্রুতে ভরা,
আগামী দিনের অনিশ্চয়তার বার্তায়
ঝাপসা হয়েছে ধরা।
জানিনা মানুষ কি ভুলে যাবে
সজন হারানোর ব্যথা,
রাতের আঁধার দীর্ণ করে কবে
আসবে মুক্তির বার্তা?
দিনের পর দিন অতিবাহিত হচ্ছে
নিয়ে উৎকণ্ঠার বেলা,
বাড়ছে প্রকোপ, কোথায় হবে শেষ
এই উপদংশের খেলা।।