অপরিণত ভালোবাসার মতোই কবিতার ছন্দিত কথামালা গুলো
এক এক করে আমায় ছেড়ে হারিয়ে যায়।
তবুও অতৃপ্ত আকাঙ্ক্ষায় এলোমেলো অগোছালো কয়েকটি চরণ
পড়ে থাকে পূর্ণ হয়ে ওঠার চিরন্তন অপেক্ষায়।
স্বাধীন ইচ্ছেগুলো গোলাপী চোখে হঠাৎ বিবর্ণ হয়ে
আকাশ নীলিমায় সবুজ বনানীর ভিড়ে মিলিয়ে যায়।
রক্তের আঁকড়ে জীবনের সাদা পাতা কোনদিনও দ্রোহী হয় না
বরং এক এক ফোঁটা অশ্রু বাস্প হয়ে উড়ে যায়।
পরিযায়ী পাখিরা আপন খেয়ালে ফিরে যায় সুদূরে নিজ নীড়ে
আর ভালোবাসা স্বরূপ অবহেলার অস্পষ্ট পদ চিহ্ন রেখে যায়।
আমি সীমাহীন অসীমের দিকে নিঃস্পলক দুটি চোখে তাকিয়ে
প্রথম অচেনা অনুভবের শিহরণে বিলীন হয়ে যাই।
একটি বারের জন্যে হলেও তুমি ফিরিয়ে দাও অন্তহীন অন্ধকারে
তোমার ফিরে আসার সংকল্পে যেন সব স্মৃতি ভুলে যাই।।