তুলির টানে কাঁচা জল রংটা যখন ক্যানভাসে শুকিয়ে পাকা হয়ে আসে
তখন স্পষ্ট ফুটে ওঠে একটা ডুবন্ত কিশোরীর আত্মচিৎকার।
হৃদয় টা চিনচিন করে ওঠে, চোখের সামনে অসংখ্য আলোকবর্তিকা
ফুলে ফেঁপে ওঠা ক্যানভাসটা ফিকে রঙ হীন জীবনের খণ্ডাংশ মাত্র।
ব্যথা গুলো তুলির ডগায় লেগে জড়ো হয়ে থাকে,
মনের যন্ত্রণা গুলো এক ফোঁটা দু ফোঁটা করে তখনও গড়িয়ে নামে।
আমি কম্পিত হাতে সময়ের পাগলামি তে বুলিয়ে যায় রং,
স্পষ্ট মুখ টা ক্রমশই অস্পষ্ট থেকে ঝাপসা হতে থাকে।
আলোকবর্ষ ব্যাপ্তি হলেও হয়তো আর ফিরবে না সে,
শুধু স্মৃতি গুলো স্থিতি হবে গ্যালাক্সির কোনও অনন্ত স্বপ্নে।
তোমার সুন্দর গন্ধ টা নিয়ে আমি তাকিয়ে থাকব শেষ সূর্যাস্তের দিকে,
আর নতুন ক্যানভাসে আনমনে ছিটিয়ে দেব ভালোবাসার জল রং টা।।