পৃথিবী চলছে হায়,
মানুষ বদলে যায়।


দেখতে আমায় চিকনি পরি
নরম-গরম মোয়া,
যৌবনে আজ জ্বলছি শুধু
যায়না হাতে ছোঁয়া।


ঝলমলে সব রঙিন জীবন
একটু অগোছালো,
নরম দেহে গরম হয়ে
দেখতে লাগে ভালো।
দুদিনের এই মন বাগিচায়
কত জীবন জোড়ায়,
যৌবনে সে আগুন ধরায়
মন কেউ না পোড়ায়।


পৃথিবী চলছে হায়,
মানুষ বদলে যায়।


টুকটুকে তোর লাল ঠোটে তে
একটা কালো তিল,
নেশার ঘোরে যৌবনে আজ
খুজিস কিসের মিল।
দেখতে সবই রঙিন ছবি
এত কিসের বড়াই...
দুদিনের এই মন বাগিচায়
কত জীবন জোড়ায়।


পৃথিবী চলছে হায়,
মানুষ বদলে যায়।


রঙিন মনের স্বপ্নগুলো
ভিজে শুধু গেল,
ছন্নছাড়া দিন পাখিটা
কোথায় চলে গেল।
এই দুনিয়ায় মানুষগুলো
মুখোস শুধু বদলায়।
দুদিনের এই মন বাগিচায়
কত জীবন জোড়ায়।
যৌবনে সে আগুন ধরায়
মন কেউ না পোড়ায়।


পৃথিবী চলছে হায়,
মানুষ বদলে যায়।।


........সুদীপ (চোখেরবালি)