ভোরে ধোঁয়া ওঠা চায়ের কাপে
মুখ রেখে,
অগোছালো ভাবনার স্বপ্ন নীড়ে
বিস্মিত চোখে।
লকডাউন এর জন কোলাহল মুক্ত
একলা সমীরণে,
নির্বাক নিঃশব্দে বসে ঝুল বারান্দার
একটি কোনে।
উদাস মনে চেয়ে থাকা রাজপথে
লুব্ধক পানে,
করোনা ব্যাধিতে মৃত মানুষের খবর
কজন জানে?
জীবাণু সংক্রামিত বাতাসে ঘেরা নিঃশ্বাসে
প্রাণ বায়ু বয়,
এই অদ্ভুত পৃথিবীতে বেঁচে থাকা যেন এক
নিষ্ঠুর অভিনয়।