রাস্তার ধারে দাঁড়িয়ে আমি
ভাবছি তোমার কথা,
কোন দিকে কোথায় গেলে
পাব তোমার দেখা।
আশ্বিনের ভোরে শীতল হাওয়া
বইছে চারিদিকে,
আগমনী সুর বাজছে দূরে
বিজন রাস্তার বাঁকে।
মনের ভিতর উথাল পাথাল
স্মৃতির দরজা খোলা,
ঘুরতে আমি খুব ভালোবাসি
এমনি প্রভাত বেলা।
আবছা আলোয় তাকিয়ে দেখি
তুমি আসছো বোধহয়,
জানিনা কখন তোমার কাছে
হারিয়ে ফেলেছি হৃদয়।
ঘরে আমার মন বসেনা
এদিক ওদিক ঘুরি,
জীবন চলে সমানতালে শুধু
তোমার ব্যথায় মরি।।