আমার হারানো গল্পের কাহিনী,
তুমি একটুও কোনদিন ভাবনি।


দক্ষিণা হাওয়ায় এসেছিলাম উড়ে
বাদল মেঘে ভিজবো বলে,
তোমার বিলিকাটা চুলের স্পর্শে
আমার আমি কে গেলাম ভুলে।
নীল জ্যোৎস্নায় হারিয়েছি মন
স্বপ্ন বুনেছি রাতের প্রহরে,
মিশে গেছি আঁচলের কারুকাজে
তোমার গাত্রে, হৃদয় জুড়ে।


আকাশ দেখেছি আমি নীল,
তোমার ভাবনায় শুধু গরমিল।


নিকষ আঁধারের বুক চিরে
সন্ধ্যাতারা হয়ে দিয়েছি দেখা,
অন্ধকার জীবনের ছায়া পথে
আমি যে তোমার কাজলের রেখা।
বৃষ্টি হয়ে চেয়েছি ধুতে
তোমার মনের জমা ব্যথা,
সবুজ পাহাড়ে বাঁধবো ঘর
বুঝলি না মোর মনের কথা।


ভাবনার এক শান্ত ভোরে,
হারিয়েছি তোমায় ঘুমের ঘোরে।


খর তাপের ঝলসানো দুপুরে
ভেবেছি তোমায় দেব ছায়া,
আমি ভালোবাসার অনলে পুড়ে
হৃদয়ে রেখেছি শুধু মায়া।
তুমি তো আমার মনের কড়িকাঠে
ঝোলানো সুখের মস্ত ভুবন,
চলে গেছ অজানার কোলে
তবু ভাবনায় আছ সারাক্ষণ।