বিধাতা কেন দিয়েছে এদের - 'চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক' !?
আজ শুধু শোনা যায় একটাই শব্দ "ধিক্কার"।
হে পুরুষ মুখোশের অন্তরালে রক্তচোষা জানোয়ার
আজ তোকে শুধু জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার।
আমি জানি তোরা পুরুষ নামের কলঙ্কিত মেরুদণ্ডহীন প্রাণী,
আমি জানি তোরা 'অবৈধ চাপাচাপির অশুচি ফসল'।
তবুও জানানেই আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও
কেন হয় নারী ধর্ষিত? কেন নারী আজও অবলা?
রাজপথে অলিতে গলিতে কেন চলে নগ্ন মিছিল?
পেট্রোলের আগুনে কেন পুড়ে যায় সব মানবতা?
শব্দের প্রকৃত বোধ তোদের কাছে যদিও বধির,
শুধু লেখনীর জাবর কাটা আর বিকিয়ে বিবেক নিয়ে
খুঁজে বেড়াই নারীর মর্যাদা রক্ষার আদ্যপান্ত উপায়।
মসির কালিতে তবুও বারংবার ধ্বনিত হয় শ্লেষ ধ্বনি,
জানিনা কবেই বা জন্মাবে তোদের আত্ম চেতনা বোধ।
মেরুদণ্ডহীন সভ্যতার ভাঁজে লজ্জায় মুখ লুকাতে ইচ্ছে হয়।
ভোরের আলোয় স্বপ্ন ভাঙে মায়ের কিন্তু দুঃস্বপ্ন কাটেনা,
নিশ্বাস নিতে হয় মেয়ের লাশের গন্ধে ভারী হয়ে যাওয়া বাতাসে।
তবুও শোনা যায় কন্যা সন্তান বাঁচাও শ্লোগান কিন্তু নেই তার স্বাধীনতা,
শুধু শোনা যায় সাম্যের বাণী, যা আজও স্বপ্নের রূপকথা।
দিকেদিকে হোকনা প্রতিবাদ, চলুক মুক্তির সংগ্রাম,
দোষীদের চাই একটা দৃষ্টান্ত মূলক শাস্তির নমুনা,
হয়তো, হ্যাঁ হয়তো বা তবেই দেবে চেতনায় সারা।।