অবাধ্য স্বপ্ন টা আমার নিদ্রাকে ভেঙে দিয়েছে বারবার,
দেখেছি তোমায় দাঁড়িয়ে থাকতে পাহাড়ের দিগন্ত বরাবর।
আকাশের ধূসর মেঘ জমে আছে তোমার বুকে,
বজ্রপাতের ঝলকানি ঠিকরে বেড়িয়ে আসছে দু-চোখ থেকে।
শরীর কেন্দ্রে হারিয়ে যাচ্ছে নীল বিস্তীর্ণ আকাশ,
অসাবধানী আঁচল টা উড়িয়ে নিয়ে যাচ্ছে ঝড়ো বাতাস।
হ্যাঁ এমনই ঝড়ের অপেক্ষা, সরে যাবে মেঘ বৃষ্টিটা,
রামধনুর বলয়ে জড়িয়ে নেবে স্বপ্নীল নতুন সৃষ্টিটা।
ঠোঁটের কোনের মিষ্টি হাসিটা নাড়া দেবে হৃদয় টাকে,
রাতের প্রহরী হয়ে দেখব জোছনায় মাখা চাঁদটাকে।
সবুজ পাহাড় দেখে মনে জমেছিল প্রেম যত,
অচীন মায়ায় মুছে যাবে জীবনের সব ক্ষত।
এইরূপ এক দিনের খোঁজে মাতাল হয়েছি কত,
স্বপ্নটাকে সত্যি ভেবে তোমায় খুঁজে চলেছি অবিরত।।