অসময়ে পথে রোদে দাঁড়িয়ে জমছে নিঃশ্বাসে বিষ,
তবুও ইচ্ছে হয় শিখেনিতে সেই নিশ্চুপ পথের ভাষা।
বিষাক্ত কবিতায় বিছানার দুঃস্বপ্ন গুলো ভেঙে দেয়,
আর প্রতিটি তুই কে তুলে নেয় জীবন অধ্যায় থেকে।
হয়তো অনেকটা শূন্য স্থান সৃষ্টি হয় বুকের ভেতর,
ভয় নেই অভ্যাসে ভরে নেবো ব্যাকরণ বর্জিত কল্পনা দিয়ে।
যদি কল্পনার সাথে যন্ত্রণার মিশ্রণ হয় কোন একান্ত প্রহরে
তবে কালো লিপিতে লিখে দেবো কিছু কবিতার চরণ।
হয়তো মরুভূমির অতৃপ্ত তৃষ্ণা সেখানে থেকে যাবে
সাথে থাকবে সম্ভাবনাময় একটা জল টলটলে মেঘ।
আর আমার আকাশে মেঘ হয়ে তুমি থাকবে আমায় জড়িয়ে,
চাইলে তুমি খুঁজে পেতে পার এই আকাশে মুক্তির নিশ্বাস।।