সয়না এ-মন আমার সয়না
মরুর বুকে বৃষ্টি ঝরে এমন তো হয়না।


হলুদ সূর্য সবুজ বনানী
বুকের খাঁচায় এমন কষ্ট আমি তো চাইনি।


মেঘ কালো আঁধার কালো
সুখের সন্ধানে হৃদয় শূন্য হলো।


উদাস আকাশ উত্তাল বাতাস
মনের গহীনে রুদ্ধ কিঞ্চিৎ আশ।


মেঘের নৃত্য মনের দ্বন্দ্ব
বৃষ্টি ভেজা রাঙা মাটির সোঁদা গন্ধ।


আমার অশ্রু তোমার চলা
জীবন নিয়ে নদীর চড়ে করেছ খেলা।


অতীত স্মৃতি অজানা ব্যথা
অভিমানী মন শোনেনা অবুঝ হৃদয়ের কথা।


অলস দুপুর ক্লান্ত নুপুর
হেরে গেলেও ভালোবাসায় থাকে জীবনের সুর।।