ওই মনেপড়ে আমি বলেছিলাম
কেন ভালোবাসো তুমি আমায়?
তুমি বলেছিলে একটি কথা, জানি-না,
মন যে শুধুই চাই তোমায়।
আমি বলেছিলাম সঙ্গে আমার -
থাকবে কি সারাজীবন ?
তুমি বলেছিলে হ্যাঁ আছি,
আছি-তো আর থাকবো ও চিরজীবন ।
সেদিন জানো আমি ভীষণ-
শান্তি আর স্বস্তি পেয়েছিলাম,
ভেবেছিলাম যাক কাউকে তো
একান্ত নিজের পেলাম !
আমি বলেছিলাম থাক থাক
আর জোর করে বলতে হবেনা,
তুমি বলেছিলে এটা সত্যি,
আমার ভালোবাসাই নাকি
তোমায় যেতে দেবে না।
আমি বলেছিলাম জানো!
আমার খুব কষ্ট হবে তুমি চলে গেলে,
তুমি বলেছিলে আরে যাব কোথায়-
তোমার মতো ভালোবাসা ফেলে।
আমি বলেছিলাম জোর করব না তোমায়,
শুধু একটু অনুভবে রেখো আমারে,
তুমি বলেছিলে ভেবোনা
ভালোবাসার বন্ধনে আবদ্ধ আমি মনের অন্তরে।
কিন্তু আজ যে সবই মিথ্যে বাক্য,
কতদিন তোমায় দেখিনি,
তোমার মতো নারীর যে কতরূপ
হয়তো সেদিন আমি বুঝিনি।
কালের অমোঘ ঢেউয়ের তোড়ে,
কোথায় যে হারিয়ে গেলে,
সেই সব অতীত দিনের কথায়
শুধু নিরর্থক প্রতিশ্রুতি দিয়েছিলে।
আজ নিঃশব্দে ক্যালেন্ডারের পাতা গুলো
বিস্ময়ে শুধু উল্টাতে থাকে,
শ্রান্ত চিত্তে স্মৃতির উপরে -
সময় নামক আস্তরণ টা জমতে থাকে।।