তুমি ভাবছ ওটা বুঝি প্রেম
সেদিন যখন তোমায় প্রথম ট্রেনে দেখি
তুমি এসে বসেছিলে আমার পাশে,
গায়ে গা লাগতেই কেমন একটা অনুভূতি!
আরে না ওটা প্রেম ছিল না।


পরে কফি হাউসে দুজনে বসে ছিলাম
উষ্ণ কফির পেয়ালা ধরে চোখাচুখি
মনের মধ্যে লুকানো লাজুক ইচ্ছে,
তবে কি ওটা প্রেম ছিল?
আরে না ওটাও প্রেম ছিল না।


দুজনে হেঁটেছিলাম পথে একসাথে
হাতে হাত ধরতেই শরীরে সেকি শিহরণ
দক্ষিণা বাতাসে এলো চুলে প্রাণ চঞ্চল
উদাস মনে মেঘ শূন্য আকাশে
প্রকৃতিকে লেগেছিল মোহময়ী সুন্দর।
আরে না ওটা বোধহয় প্রেম ছিল না।


গড়ের মাঠে বসে দুজনের পায়ে পা দিয়ে
তোমার বুকে মাথা রেখে হারিয়ে গেছি
এ পৃথিবীর সুখ অনুভব করতে করতে
হৃৎস্পন্দন বেড়েছে অযাচিত ভাবে
সেটা কি তবে প্রেম ছিল না?


নিশুতি রাতে বালিশে মাথা রেখে
এপাশ ওপাশ করেছি তোমায় ভেবে,
এক দিনের না দেখায় না বলা কথায়
কষ্ট অনুভব করেছি অজানা নেশায়
আরে সেটাও কি প্রেম ছিল না?


তুমি যদি বলো এগুলো প্রেম নয়
তবে প্রেম কি? কোন টা প্রেম?