আঁকিবুঁকি এলোমেলো শব্দ ছন্দ গুলো
আছড়ে পড়ছে কবিতার খাতায়,
কাকে লিখি? কি লিখি? কেমন ভাবে লিখি?
হাজারো প্রশ্ন চিহ্ন, উত্তর শুধু স্তিমিত আবেগ।
মনের জঠরে জমে থাকা কথার শব্দ জটে
আমি কালবৈশাখী তে ভেজা লুকোনো প্রেমিক।
দিকভ্রষ্ট রথে আবছা ছায়া পথ খুঁজে চলা,
গোরালীর চাপে ঝুলতে থাকে ভালোবাসার স্মৃতি।
হিজলি, হেলেঞ্চা পাতার নীচে স্বার্থের ছায়া,
তবুও দক্ষিণা সমীরণে কলম হাতে নিয়ে আমি।
শহুরে আদিম ইচ্ছে গুলো খোঁজে তোমায়,
মন চাই তোমায়, কি লিখি তোমায়?
দু চোখে স্বপ্ন গুলো আজ অপূর্ণতার ছাদে,
বিদিশার মনটা উদাসীনতায় খণ্ড বিখণ্ড।।