দিনগুলো সব যাচ্ছে চলে
মন হয়েছে ভারী,
কলম হাতে লিখতে গেলে
চিন্তা আসে তারি।
ভোরের বেলা নীল আকাশে
যখন থাকি চেয়ে,
উদাস মন হারিয়ে যায়
শান্ত নদী বেয়ে।
গোপন স্বপ্ন লুকানো প্রেম
পবিত্র কত কথা,
বাঁকা চাঁদ পলাশের বনে
জমেছে শুধু ব্যথা।
ভালোবাসা থাকে রাজপথে
পল্লবে মন সুচিকন,
আশা আজ গোপন হৃদয়ে
ছায়ায় ঢাকা আবরণ।
কত হাসি কত খেলা
করেছ মনের আড়ালে,
বন্ধ হৃদয়ের দ্বার খুলে
কেন কেড়ে নিলে।
শরৎ বসন্ত এখনো আসে
আসো না শুধু তুমি,
শূন্য হৃদয় তুমি ছাড়া
কি নিয়ে থাকবো আমি।