প্রত্যহ নিস্তব্ধ রাতের প্রহরে একটু একটু করে
আমায় হত্যা করে নৃশংস স্বপ্নগুলো।
হৃদয়ের কান্নাটা নির্বাক পাথরের বুক চিরে
ঝর্ণার জল হয়ে নেমে আসে সকলের অলক্ষ্যে।
বেদনার মেঘলা স্মৃতিগুলো বহুবার চেষ্টা করেছি
নদীর শান্ত জলে নির্বিকারে ভাসিয়ে দিতে,
কিন্তু, পারিনি গলা চেপে হত্যা করে
বহমান সময়কে মুহূর্তের জন্য থামিয়ে দিতে।
প্রশ্ন করেছি নিজের বিবেকের কাছে
মানুষের মন কেন এমন স্মৃতিময়?
জীবনের ঘটে যাওয়া অতীতটা ভেবে ভেবে
তিলে তিলে খুন হয়ে যায় একাকী ভালোবাসার হৃদয়টা।
মনের স্রোতে ভেসে যায় নীল কুয়াশার দিনটা,
যন্ত্রণায় দীর্ণ অনুভূতিটাই বিরাজ করে জগৎ পারাবারে।।