আজ আমরা নিয়েছি শপথ করোনার সাথে করবো না সন্ধি,
তাইতো ঘরের ভেতরে সবাই একসাথে হয়েছি বন্দি।
নিদ্রাহীন রাতের শেষে একটা সোনালী স্বপ্ন ভোরের অপেক্ষা,
নিত্য নতুন ভাইরাসের যোগসূত্র প্রতিহত করার প্রচেষ্টা।
দু-চোখের দৃষ্টিতে ভাবনা, হয়তো আমি আর থাকবোনা!
এক সাথে ঘরে শেষ দেখা তবু যেন এদেখায় শেষ হয় না।
পলাশ রাঙা রঙিন বসন্ত মিশে গেছে চৈত্রের তপ্ত দুপুরে,
ক্ষীণ ভালোবাসার রং টুকুও মৃয়মান এই মৃত্যুর দরবারে।
নীল সমুদ্রের রহস্যময় চোখে উপবাসী চাঁদের লুকোচুরি,
কোন অযাচিত শক্তির হাত ধরে হয়তো আবারও ফিরতে পারি।
জানিনা, জানা নেই, আর কত শুনবো প্রিয়জনের আর্তনাদ,
স্নায়ু-তন্ত্রীতে অপেক্ষা, কখন আসবে ভাইরাস ধ্বংসের সংবাদ।
প্রতিনিয়ত মানুষ করছে ভাইরাসের সাথে বাঁচার লড়াই,
আশা নিয়ে এই সুন্দর পৃথিবীর বুকে এক সাথে বাঁচবো সবাই।
হে শক্তি, কর জোড়ে বিনীত প্রার্থনা, রক্ষা করো মানব জাতি,
মহামারী ভাইরাসের হাত থেকে উদ্ধারের নেই কি কোন গতি?