Debendranath bolchhe...


বন্দী আজ আমার হৃদয়
তোমার কাজল চোখের কোনে,
অন্তরালের সব বেড়া জাল
ভাঙলো বুঝি এই ক্ষণে।


গোপনে আমার স্বপ্ন গুলো
আঁচড় কাটে মনে মনে,
দ্বিধা দ্বন্দ্ব দূরে ফেলে
থাকব আমি তোমার সনে।


বৃষ্টি ভেজা নিশুতি রাতে
দীপ শিখাটি জ্বালালে হাতে,
কেউ জানে না কেমন করে
মিললো নয়ন তোমার সাথে।


চেয়েছে এ মন তোমায় পেতে
যত্ন করে গুছিয়ে নিতে,
ইচ্ছে ঘুড়ির সুতোর টানে
শূন্য হৃদয়ের ধার্য পথে।


Drapodi...
.............................................
চেয়েছি আমি মহাদেবের কাছে
একজন পুরুষ/মানুষ তোমার মতো,
কামনা বাসনা সুখ পেতে
জীবনে প্রয়োজন লাগে যতো।


তাইতো আজ, জানি না কি ঠিক কি ভুল
বিশ্বাস করতে চাইছে মন,
একটা সম্পর্ক না হয় হয়েই যাক
ব্যথাটা হোক মনের মতন।
.....................................................


থেমে গেলো মুখের ভাষা
সরলে বদন ঘোমটা থেকে,
ঠোঁটে ঠোঁট শরীরে শরীর
মগ্ন জীবন তোমায় দেখে।


মিটিয়ে তৃষ্ণা কাম অনুভূতি
ভেসে উষ্ণ রক্ত প্রবাহে,
ইচ্ছে পূরণ চাওয়া পাওয়ায়
অবিনাশী মন প্রেম আবহে।


আকাশ ছোঁয়া স্বপ্ন চারিনী
পূবালী বাতাস জাগায় শিহরণ,
লোহিত মনের স্পর্শ সুখ
তৃপ্তি আনে মধুর মিলন।


জানিনা, কখন নিশি হলো যে ভোর
ফুরালো সুখ ভরলো আশা,
রঙিন জীবন স্বপ্ন পূরণ
হয়তো বুঝি এরই নাম ভালোবাসা।।