একদিন আমায় জন্ম দিয়েছো
দেখিয়েছো এই পৃথিবীর আলো,
শিখিয়েছো হাঁটা, শিখিয়েছো ভাষা
দূর করেছো যত সব কালো।
ঝড় ঝঞ্ঝাট এসেছে কতো
বুকে করে রেখেছো সবি আগলে,
জীবনের সব আঁকাবাঁকা পথে
শুধরে দিয়েছো আমায় বলেবলে।
আমি যতই করি দুষ্টুমি বদমাশী
ছেলে বলে সাত খুন মাফ,
যতবার আমি ধরেছি মাটি
হাত দুটো করেছ আমার সাফ।
তিলতিল করে নিজ হাতে
গড়েছ আমার সুন্দর ভবিষ্যৎ,
তোমার শান্তির ঘুম দূরে রেখে
বানিয়েছো আমায় লক্ষ্মী ছেলে, সৎ।
আমি একটু হলে চোখের আড়াল
মনটা কেমন করে আনচান,
পৃথিবীতে হারতে শেখোনি কখনও
তুমি যে মা, সবই জানে ভগবান।
কখন যে আমি হয়েছি বড়
আমি বেমালুম গেছি ভুলে,
সারা পৃথিবীর ভালোবাসা দিয়ে
বেঁধেছ আমায় মায়ার জালে।।