শীতের রাতে লেপের তলায়
.......... পেয়েছি আজ তোমায়,
দূরে কেন এদিকে এসো
.......... জড়িয়ে ধরো আমায়।
বাঁদিকের বক্ষ জুড়ে একবার
.......... আদর তুমি করো,
কপালের ভাঁজে একটা চুমু
.......... আলতো ভাবে রেখো।
হাত পা খেলা অনেক হল
.......... মন জুড়ায় না তাতে,
শরীর দুটো মিশতে চাই
........... শীত যদি কাটে।
সবার আগে শরীর জ্বালাও
........... আগুন আন মনে,
গোপন ব্যথা সরিয়ে রেখে
........... আদর মাখাও প্রাণে।
লেপের ভেতর জ্যোৎস্না বোনো
........... নীল শরীরে আলো,
ছিঁড়ে ফেলা তুলোর স্তূপে
........... চুম্বনের বিষ ঢালো।
গরম হয়ে যাক ভিজে যাক
........... লেপ সরিয়ে নিও,
জীবন ভর একটা শুধু
.......... ব্যথার স্মৃতি দিও।
উষ্ণ নদী বইছে প্রাণে
.......... ওষ্ঠ এখন চাই,
পায়ের পাতায় আলাপ চারি
.......... নষ্ট বনে যাই।
এমন সুখ কোথায় পাবো
.......... ঘামের গন্ধ নিয়ে,
হয়তো আমি ভুল করেছি
.......... তোমার আদর পেয়ে।
ও পাশবালিস আজ রাগ করোনা
.............. আমার কথা শোনো,
মনের ভুলে ভুল করেছি
............. আমায় তুমি চেনো।।