তোর বিস্ময় জড়ানো দেহে
রঙিন আঁচল ভরা ফুল,
তোর কপালের লাল টিপে
ভেঙে যায় জীবনের ভুল।
তোর রিনিঝিনি নূপুরের শব্দে
আমার ঘুম ভাঙে সকালে,
তোর কনক কিঙ্কিনির সাজে
আমি পাগল হই বিকেলে।
তোর লাজুক চোখের তারায়
মন পায় হৃদয়ের সারা,
তোর মধুর বাক্য শুনে
আমি হয়ে যাই দিশেহারা।
তোর মাথার কুঁচকানো চুলে
ঢাকা ঝুমকো কানের দুল,
তোর জ্যোৎস্না মাখা  রূপে
আমি পাইনা ভেবে কূল।
তোর আলতা রাঙা পায়ে
কোমল স্পর্শ ভেজা সুখ,
তোর স্বপ্নের মতো ভালোবাসায়
আমি বুঝিনা কিসে দুখ।।