এভাবেই অনেক ব্যথা পথিক হয়ে যায়
যন্ত্রণায় ঘর-বার করি
বেরোতে পারিনা
কিসের ভয় ?
গরীব হবার ?
এভাবে কি আরও গরীব হয় না জীবন ?


ভুল সব ভাষা নিয়ে, পরিভাষা নিয়ে
কি ভালোবাসা যায় ?
কেবল জীবনের কাছে চাকরি করা যায়
এলোমেলো অনিয়ম নয়
অগোছালো হতে সাধ জাগে তোমার সহস্র চুম্বনে
সাধ জাগে পুড়ে যেতে তোমার নরম কঠিন বাহুপাশে


এভাবেই পুড়ব কোনোদিন      আবার সূর্য হয়ে যেতে
আমারই দেহ থেকে ছিটকে দিতে
নীল গ্রহটিকে যেখানে
অনেক ব্যথাই এমন পথিক হয়ে যায় ...


১৮/০২/২০১৪